যশোর অফিস
যশোরের ডিবি পুলিশ আলাদা অভিযানে বেনাপোল থেকে মোট ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। এদের মধ্যে একজন নারী।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, শুক্রবার দুপুর দুইটার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ বোয়ালিয়া গ্রামের পশ্চিম পাড়ার জোসনা বেগমের (৪৫) ঘর তল্লাশি করে খাঁটের নিচ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জোসনা ওই গ্রামের শামছুর রহমানের স্ত্রী।
শুক্রবার বিকেল ৪টার দিকে একই গ্রামের সুলতান ঢালীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে আরো ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সুলতান ঢালী ওই গ্রামের মৃত মরু ঢালীর ছেলে। এই ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।