যশোর অফিস : যশোরে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও যশোর পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় শহরে একটি সচেতনামূলক র্যালী বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথি মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, সারাদেশের ন্যায় যশােরে ডেঙ্গুর প্রকাপ বৃদ্ধি পেয়েছে। দ্রুত ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তা না হলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত ভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে আমাদের।
যশোরে স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কাউন্সিলার রাশেদ আব্বাস রাজ। র্যালীতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, যশোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারি।
যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত
Leave a comment