যশোর অফিস : যশোরে ইজিবাইক ছিনতাই করতে গিয়ে তিন ছিনতাইকারি গণধোলাইয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা হলো, সদর উপজেলার চাঁচড়া বাবলাতলা এলাকার সাগর, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাপ্পি ও বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আসলাম। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিপু নামে এক পথচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইজিবাইক চালক বাবু জানান, সোমবার ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে ওই তিন ছিনতাইকারি তাকে পুলেরহাট বাজার থেকে ভাড়া করে চাঁচড়া গোলদারবাড়ি যাওয়ার জন্য বলে। পথিমধ্যে চাঁচড়া বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছুলে ছিনতাইকরিরা তাকে মারপিট শুরু করে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে পথচারি টিপু নামে এক যুবক এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে, আহত বাবু জানান তিনি চাঁচড়ার একজনের কাছে মাছ ব্যবসার ৭৫ হাজার টাকা পাবে। ওই টাকা আনতে যেয়ে তিনিসহ তার বন্ধুরা হামলার শিকার হয়েছেন।