
যশোর অফিস : দীপাবলি ও কালীপূজা উপলক্ষে যশোরে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার যশোর শহরের লালদীঘি পাড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর পৌর শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের সহ-অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা কার্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজন।
“জ্বলে উঠুক আলোর সারি, দূর হোক অন্ধকার, বিদায় নিক অশুভ, বিজয়ী হোক শুভ শক্তি”— এই শ্লোগানে শান্তিপূর্ণভাবে ৩০০-৪০০ জন ভক্তের অংশগ্রহণে দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।