ডেস্ক রিপোর্ট : যশোর সদর উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ গ্রামে ঈদের দিন বাজি ফোটানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে অলিদ হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
নিহত অনিক ওই এলাকার হৃদয় হাসানের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লা ছেলে রিপন হোসেন (৪০) তার ছেলে আপন (১৭) ও সাইদের ছেলে শামীম হোসেন (১৭)।
স্থানীয় সূত্র জানায়, হতাহতরা ঈদের দিন রাত আটটার দিকে পাগলা তোহা গ্রামে পটকাবাজি ফোটাচ্ছিলেন। এসময় বাকবিতণ্ডার জেরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিজেদের মধ্যে ছুরিকাঘাতে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার অলিদকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার অফিস ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, বাজি ফোটানোকে কেন্দ্র করে অলিদ হোসেন নামে একজন নিহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরিফ নামে একজনকে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। এ ঘটনার পর পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত