যশোর অফিস : যশোরে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক সাকিব হাসান (২০) জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপরে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায়। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয়রা দুলাভাই ইব্রাহিমকে আটক রেখে পুলিশের হাতে সোপর্দ করেছে। আহত সাকিব জানান, তার মোটরসাইকেল দুলাভাই ইব্রাহিম (৩৫) এর কাছে ছিল।
দুপুরে সে মোটরসাইকেল আনতে গেলে দুলাভায়ের সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ইব্রাহিম ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ জানান, তার পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত। এবিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে স্থানীয়রা আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত