
যশোর অফিস : যশোরে পূর্ব শত্রুতার জের ধরে লাকী বেগম নামে আহাদ জুট মিলের এক নারী শ্রমিককে মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। সদর উপজেলার সীতারামপুর গ্রামের পশ্চিমপাড়া নারিকেল বাগান এলাকার কামরুল ইসলাম মোল্যার স্ত্রী সাবিনা খাতুন লতা বাদী হয়ে ৫জনের নামে কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। পুলিশ এই মামলার আসামি তবিবার রহমানকে আটক করেছে।
এই মামলার অন্য আসামিরা হলো, একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে সজিব হোসেন, মাসুদের ছেলে মেহেদী, মোস্তফার ছেলে হাসান ও শফি মিয়ার ছেলে সজিব হোসেন।
বাদী লতা মামলায় বলেছেন, আসামিদের বাড়ি একই এলাকায়। সে কারণে তাদের সাথে বাদীর পরিবারের পূর্ব বিরোধ চলে আসছিল। বাদীর জা লাকী বেগম আহাদ জুটমিলে কাজ করেন। মিলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময়ে আসামিরা লাকী বেগমকে উদ্দেশ্য করে নানা ধরণের কথাবার্তা বলে। মিলে যাওয়ার সময় গত ২৫ জুলাই দুপুর আড়াইটার দিকে এলাকার উজ্জলের মোড়ে আমির মোড়লের দেকানের সামনে পৌছানো মাত্র লাকী বেগমের উপর হামলা করে। এসময় তাকে মারপিটের পর তার গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। শ^াসরোধে হত্যার চেষ্টা করে। এসময় লাকী বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরপরে স্থানীয়রা উদ্ধার করে লাকী বেগমকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হুমায়ুন আহমদ বলেছেন, আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।