যশোর অফিস : যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। গত শনিবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে ওই নারী ধর্ষণের শিকার হন। গ্রেফতাররা হলো উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদার এবং একই গ্রামের হাবিবুল্লাহ।
ভুক্তভোগী জানান, পূর্বপরিচিত সবুজের সঙ্গে ভ্যানে তিনি তাদের বন্ধু ইমরানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছলে গ্রেফতাররা তাদের গতিরোধ করে। এ সময় তারা ভুক্তভোগীর সঙ্গে সবুজের অনৈতিক কাজের অভিযোগ তুলে টাকা দাবি করে। টাকা না পেয়ে আসামিরা বাগানে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে বলে অভিযোগ । এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির এস আই নুর ইসলাম বলেন, এ ঘটনায় জানায় মামলা হয়েছে। আটকদের আদালতে চালান দেওয়ার প্রস্তুতি চলছে।
যশোরে নারী শ্রমিক ধষর্ণ মামলায় দুই ধর্ষক গ্রেফতার

Leave a comment