যশোর অফিস : যশোরে নাশকতা মামলার বিএনপি ও জামায়াতের ৯জনকে ঢাকা কেরানীগঞ্জের ইকুরিয়া চেকপোষ্ট পরিচালনার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মৃত হাশেম আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে এন,সদরের চাঁচড়ার মৃত শামছুর রহমানের ছেলে জিয়াউর রহমান বুলেট,একই এলাকার মৃত মোনাজাত মোড়লের ছেলে সোহরাব হোসেন ওরফে বাড়ে, ভাতুড়িয়া গ্রামের মৃত বশিরের ছেলে আবু সাঈদ একই এলাকার মৃত শহর আলীর ছেলে ফজলুল আলম, চাঁচড়ার শফিউর রহমানের ছেলে আসাদুজ্জামান, বানিয়াবহু গ্রামের আরশাদ আলীর ছেলে ইউসুফ আলী, ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোজাহার আলী মোল্লা ও মাহিদিয়া গ্রামের মৃত মোজাহার আলী মোড়লের ছেলে রেজাউল করিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার ইয়াসিফ আকবর জয় সাংবাদিকদের জানান ,একটি বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছেন।