যশোর অফিস
যশোরে সোহাগ পরিবহনের বাস চাপায় আল আমিন নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও তুর্য নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত তুর্যকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত যুবকের বাড়ি মনিরামপুর উপজেলার কুয়াদা গ্রামে। গত শুক্রবার গভীর রাতে যশোর শহরের আর এন রোড ডাচ বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগ পরিবহনের বাসটি আর,এন, রোড হয়ে চিত্রা মোড় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে আল আমিন ঘটনাস্থলেই নিহত হন।
যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, মোটরসাইকেল পরিবহনের নিচে চলে যায়। চালক ও আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করে। তুর্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ পরিবহনটি পুলিশ হেফাজতে রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত