
যশোর অফিস : যশোরে ছুরিকাঘাতে পিতাপুত্রকে জখমের মামলায় ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আাদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। গত রোববার যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার চাঁচড়া খামার পাড়ার কার্তিক ঘোষের ছেলে স্বপন ঘোষ ও সনদ ঘোষ। অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন, একই গ্রামের বাসিন্দা ফটিক ঘোষ ও তার মেয়ে স্বপ্না ঘোষ।
মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি স্বপন ঘোষকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং আসামি সনদ ঘোষকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরওদুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি ফটিক ঘোষ ও তার মেয়ে স্বপ্না ঘোষকে খালাস দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত