যশোর অফিস : যশোর সদর উপজেলার ললিতাদহ গ্রামের সোহাগ হোসেনের শিশু পুত্র মেহেদী হাসান (১০) শুক্রবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে। বিকেল সোয়া ৪টায় হাসপাতালে জরুরি বিভাগের ডাঃ হাসিব মোঃ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে একটি নৌকার মধ্যে খেলা করছিল শিশু মেহেদী। হঠাৎ করে নৌকা থেকে পড়ে পুকুরে পানিতে ডুবে যায় মেহেদী হাসান। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত