
যশোর অফিস : যশোরে পৃথক দুই মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল পুলিশের চাওয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত ১৩ আগস্ট চাঁচড়া চোরমারা দিঘিরপাড় থেকে ডিবির হাতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ আটক হয় ওই এলাকার মারুফ হোসেন সাগর ও চাঁচড়া মাদ্রাসা রোডের আনোয়ার হোসেন। এ ঘটনায় ওই দুইজন ও চাচড়া রায়পাড়ার রবিউল ইসলাম রনিসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। পরে রনি আদালতে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা ওই তিনজনের তিনদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বিচারক রোববার প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, গত ৮ আগস্ট যশোরের এমকে রোডের রুপালী ব্যাংক থেকে অভিনব কায়দায় এক গ্রাহকের একলাখ টাকা চুরি করে পালানোর সময় হাতে নাতে আটক হয় বকচর করিম পেট্রোল পাম্প এলাকার ভাড়াটিয়া ঝালকাঠি জেলার ক্ষিরাকাঠি গ্রামের আলমগীর কাজী। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। পুলিশ আলমগীরের তিনদিনের রিমান্ড আবেদন করেন। আদালত রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত