
যশোর অফিস : যশোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ভারতগামী যাত্রীসহ মোট ৩২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু, মহিলাসহ ৬ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার রূপদিয়া বাজার সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের এশিয়ান মার্বেল ইন্ডাস্ট্রির সামনে এবং বাঘারপাড়া উপজেলার সুলতাননগর গ্রামের কচুয়া বিল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, খুলনা ফুলতালা এলাকার শিমুল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩২) ও তার মেয়ে ঐশি (১০), আবুল খায়েরের ছেলে হুমায়ন কবির (৩৫) খুলনা খালিশপুর এলাকার মৃত কেরামত আলীর ছেলে মুক্তিযোদ্ধা মহিউদ্দিন (৬৫)। এছাড়া বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার বরভাগপুর গ্রামের আব্দুল লতিফ মোল্ল্যার ছেলে আশিকুজ্জামান জিজা (২০) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে অলিদ হাসান (১৪)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে আহতরা জানিয়েছেন, সোমবার সকালে গোপালগঞ্জ থেকে ভারতগামী যাত্রী নিয়ে রাজিব পরিবহন বেনাপোল যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর সদর উপজেলার এশিয়ান মার্বেল ইন্ডাস্ট্রির সামনে পৌঁছালে একটি স্কুলগামী ভ্যান কে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহটি যাত্রী নিয়ে খাদে পড়ে যাই। এতে বাসে থাকা ৩০জন ভারতগামীযাত্রী আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসেরকার্মী, হাইওয়ে ও কোতোয়ালী পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের মধ্যে ৪জনের উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে সোমবার বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার সুলতাননগর গ্রামের কচুয়া বিল সড়কে মোটরসাইকেলর সাথে নছিমনের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আশিকুজ্জামান জিজা ও অলিদ গুরুতর আহত হন। আহতরা বাড়ি থেকে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজনা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আশিকুর রহমান জানান, আহতদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। ভারতেরযাত্রী হওয়াই তারা চিকিৎসা নিয়ে চলে গিয়েছে। তিনি আবরও জানান মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের মধ্যে আশিকুজ্জামান জিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজে রেফার করা হয়েছে।