যশোর অফিস : যশোরে পৃথক সময়ে তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ ৫জন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারে, একই দিন দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা মোড়ে এবং শুক্রবার রাত সাড়ে ৯টার দিতে কেশবপুর উপজেলা মসজিদপুর নামক স্থানে এই পৃথক দুর্ঘটনা গুলো ঘটে।
হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে বেনাপোল কাগজপুকুর বাজারের রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রাজা বাবু(১৩) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়। নিহত ঐ এলাকার মনির হোসেনের ছেলে। ঘটনার পরে পুলিশ বাসের চালকসহ ২জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা বাবুর স্থানীয় একটি গ্যারেজে কাজ শেষ করে ১২টার দিকে নাস্তা করতে একটি হোটেলে যান। নাস্তা শেষ করে রাস্তা পার হয়ে গ্যারেজে আসছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স একটি যাত্রীবাহি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে রাজা বাবু রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনা স্থলে নিহত হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া ঘটনাস্থল থেকে বাস চালক ও হেলপারকে আটক করেন।
এদিকে শনিবার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার নিমতলা মোড়ে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম(৩৫) নিহত হন। তিনি সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আহত হয়েছেন ২জন।
আহতরা হলেন, সদর উপজেলার বসুন্দিয়া জগন্নথপুর গ্রামের মোস্তফার ছেলে ও ট্রাকের হেলপার ইমরান হোসেন(২৭) এবং নসিমন চালক শার্শা বাগআঁচড়া জামতলা গ্রামের আওয়াল হোসেনের ছেলে মোহাম্মাদ ফারুক হোসেন(৪৫)। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত নসিমন চালক জানান, শনিবার দুপুরে ঢেউটিন নিয়ে ঝিকরগাছার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিমতলা মোড়ে পৌছালে নসিমনের সামনের চাকার গাড় ভেঙ্গে রাস্তার উপরে পড়ে যায়। এ সময় ১০চাকার একটি ট্রেক আমাকে(নসিমন চালককে) বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাক ড্রাইভারসহ তিনজন আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সাভির্সেরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম মারা যান। লাশ ময়না তদন্তর জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার দিনগত রাতে কেশবপুর উপজেলার মজিদপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে বস্ত্র ব্যবসায়ীর অরুণ কুমার পাল ঘটনাস্থলে নিহত হন। এ সময় তিনজন আহত হয়েছেন।নিহতের অরুণ কুমার পাল কেশবপুর পৌর শহরের গণেশ পালের ছেলে। আহতরা হলেন, উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের রিয়াজ উদ্দীন(৪৫), সাতক্ষীরার তালা উপজেলার সাহাপুর গ্রামের এনামুল হোসেন(২৬) ও মনিরুজ্জামান (২৮)।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার মজিদপুর এলাকায় ভান্ডারখোলা দিক থেকে আসা এনামুল হোসেনের দ্রুততগতির মোটরসাইকেল অরুণ কুমার পালের মোটরসাইকেলের সাধে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চারজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে। চিকিৎসাধীন অবস্থায় অরুন কুমার পালের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অচিন্ত কুমার পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিলো। তাদের একজনের মৃত্যু হয়েছে। অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে খুলনায় রেফার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত