
যশোর অফিস : যশোর সদরের হালসা গ্রামের ইবাদত হোসেন তার বোনদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় খালা মাজেদা খাতুনের দানকরা জমির বিপক্ষে আদালতে হকসুফা মামলা করছেন। একই সাথে জমি দখলে মরিয়া হয়ে মিথ্যা অভিযোগ দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করে সম্মানহানি করছেন। শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইবাদত হোসেনের ভাগ্নে জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, জাহিদ হাসানের খালা মাজেদা খাতুন, খালাতো ভাই বাবুল হাসান, তৌকির আহম্মেদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।
জাহিদ হাসান সংবাদ সম্মেলনে বলেন, তার নানার মৃত্যুর পর মামা ইবাদত হোসেন তার বোনদের জমি নিজের নামে করে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে আসছেন। এরমধ্যে বহু দেনদরবার করে তার মা-খালারা তাদের প্রাপ্যা কিছু জমি নিজেদের ভোগদখলে নেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি তার খালা মাজেদা খাতুন ৫ দাগের ২৯ শতক জমি জাহিদের নামে দানপত্র করে দেন। এ জমি তিনি নামপত্তন করে খাজনা পরিশোধ করেন। বিষয়টি মামা জানার পর বন্ধকী জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বন্ধকী জমির টাকা দেয়ার পর মামা মাজেদা খালার সমদুয় জমি ছেড়ে দেন। মাজেদা খালার দান করা জমির বিরুদ্ধে হকসুফা মামলা করে এখন দখলে মরিয়া হয়ে উঠেছেন। মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে তার বিরুদ্ধে সংবাদ পত্রে সংবাদ প্রকাশ করে মানহানি করছেন।