প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৯:৪৫ পি.এম
যশোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোর অফিস : সোমবার যশোরে বালক বালিকার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ৪ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকা গ্রুপের প্রথম খেলায় জয় পেয়েছে বাঘারপাড়া উপজেলা দল। তারা ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশবপুর উপজেলা দলকে। বালিকা গ্রুপে দ্বিতীয় খেলায় ঝিকরগাছা উপজেলা দল ১০-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে অভয়নগর উপজেলা দলকে। বালক গ্রুপের প্রথম খেলায় জয় পায় কেশবপুর উপজেলা দল। তারা ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে বাঘারপাড়া উপজেলা দলকে। দ্বিতীয় খেলায় ঝিকরগাছা উপজেলা দল টাইব্রেকারের ৫-৪ গোলের ব্যবধানে হারায় অভয়নগর উপজেলা দলকে। চারদিনব্যাপী এ প্রতিযোগিতা হচ্ছে সদরের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া