যশোর অফিস : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে মারুফ (১৮) নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
আহত মারুফ,সদরের ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, ২৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ইমনের বাসার পেছনে তাকে একা পেয়ে রিংকু (৫০), রনি (২৫) ও আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে হামলা চালায়। এতে তার মাথায় রক্তাক্ত জখম ও হাঁটুর নিচে হাড় ভেঙে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
জানা গেছে, অভিযুক্তদের মেয়ে সুরাইয়া পারভীনের (১৭) সঙ্গে মারুফের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বাড়ি থেকে পালিয়ে গেলে পরে তাকে বাড়িতে ফিরিয়ে এনে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। ওই বাল্যবিয়ে বন্ধ করতে ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তা বন্ধ করে দেন।
অভিযুক্তদের সন্দেহ, মারুফই এই তথ্য প্রশাসনকে জানিয়েছে, তাই তাকে মারধর করা হয়।
এ বিষয়ে মারুফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।