
যশোর অফিস : যশোর ডিবি পুলিশ যশোর সদরের ভোজগাতী এলাকায় অভিযান চালিয়ে ১শ’ ২২ বোতল ফেননিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলামদের সমন্বয়ে একটি চৌকসটিম ভোজগাতীর আশরাফ মোটর গ্যারেজ ওয়ার্কসপের সামনে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, চৌগাছা উপজেলার পোস্টঅফিস পাড়া এলাকার সজিব (২৪), একই উপজেলার কাবিলপুর এলাকার নাসির জাকির হাসান তুষার (৩২) ও ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৩)।
এব্যাপারে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় তিন লাখ ৩৬ হাজার টাকা। এসব মাদকদ্রব্য জব্দের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।