
যশোর অফিস : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযানে ফেনসিডিল ও জাল স্ট্যাম্প লাগানো (ব্যান্ড রোল) সিগারেটের প্যাকেটসহ মোট ৪জনকে আটক করেছে।
র্যাব জানিয়েছে, গত বুধবার দিনগত রাতে শার্শা উপজেলার বসতপুর গ্রামের রাস্তার ওপর থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। এরা হলো, মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (৩২), শার্শার অগ্রভুলট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা (২১) এবং বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের মোস্তাফিজুর রহমান নেদার ছেলে সাকিব হোসেন (১৯)। পরে তাদের কাছ থেকে মোট ১২৮ বোতল ফেনসিডিল ও ৪টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
এক্বই রাতে অপর এক অভিযানে যশোর-নড়াইল সড়কের শেখহাটি বনরক্ষকের কার্যালয়ের সামনে থেকে নকল ব্যান্ড রোল লাগানো দুই কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এ সময় আকবর হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শহরের মুড়লী জোড়া মন্দির এলাকার আব্দুল গফফারের ছেলে।