
যশোর অফিস : যশোরে সেচ্ছাসেবি সংগঠন হিইম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে পাচ শতাধিক অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আমদাবাদ মাধ্যমিক বিদ্যলয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
হিইম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ঐউঙ) সভাপতি ডাঃ সাজ্জাদ হোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ, উক্ত স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ, আল্টাভিশন ডায়াগনিস্টকের পরিচালক সেলিম জাহিদ সোহাগ, সাবেক ইউপি সদস্য কাদের আহমেদ।
এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন, গাইনী রোগ বিষয়ক ডাঃ সিরাজুম মনিরা রাহিম, জেনারেল হাসপাতালের মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ ডাঃ শারমিন সুলতানা মৌ, এমবিবিএস (ডিইউ ) নাক কান গলা রোগ বিষয়ক ডাঃ রাজিবুল ইসলাম সুমন, উস্মে কুলসুম কেয়া গাইনি, সাদিয়া সাকিনা ঝরা শিশু রোগ বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্ট ডেন্টাল গাজী রায়হান বসির চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদ আবু জাফর, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল দফাদার, সংগঠনের আহয়াবাহক রাজু আহমেদ ও মামুন আহমেদ, সদস্য সোহের রানা, সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ এলাকার ব্যক্তিবর্গ।

