
যশোর অফিস : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লক কান্তি বিশ^াস। এ সময় উপস্থিত ছিলেন আশার বিভাগীয় ম্যানেজার বাহারুল ইসলাম বাহার, যশোর জেলার এসডিএম মোমিন আলী প্রমুখ। এই মেডিকেল ক্যাম্পে এমবিবিএস ডাক্তার দ্বারা ফ্রি ব্যবস্থাপত্র, ফ্রি ফিজিওথেরাপি সেবা, ফ্রি ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষের চিকিৎসার ব্যবস্থা করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।