যশোর প্রতিনিধি : ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাসিন্দারা।আজ সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া মিস্ত্রিপাড়ার হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের আলোচিত ভূমিদস্যুত আবদার হোসেন জোর পূর্বক তাদের বসতভিটা দখল করতে উঠেপড়ে লেগেছেন। ভুয়া দলিল ও সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে মিস্ত্রীপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের প্রায় অর্ধ শতাধিক বাসিন্দাদের বসতভিটা থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন তিনি। আবদার হোসেনের ভূমিদস্যুতায় আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ও ইউপি সদস্য আজানকে ব্যবহার করছেন বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী বাসিন্দারা।
ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন, মামলাবাজ ও ভূমিদস্যু আব্দার হোসেন তিনি হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ ও বাচ্চাসহ ২১ জনের নামে ২২ লক্ষ টাকার চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত