
যশোর অফিস : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার শনিবার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। বাউবি পরিচালিত যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সমন্বয় কারী এবং স্ট্যাডি সেন্টারের টিউটরদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক, পরীক্ষা কেন্দ্র সচিব খায়রুল আনাম ও সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম প্রমুখ।
পরিদর্শনের আগে তিনি যশোর আঞ্চলিক কার্যালয়ে আসলে কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।