
যশোর অফিস : যশোরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে কৌশলে বাকপ্রতিবন্ধীর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চম্পট দেয়ার একদিন পরে তা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত মিরাজ বিশ্বাস (৪০) নামে এক যুবককে আটক করেছে। বাকি দুইজন পালিয়ে গেছে। আটক মিরাজ অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে। আর পলাতক দুইজন হলো, সদর উপজেলার নরেন্দ্রপুর আমদুলিয়া গ্রামের মঙ্গল আলী মকবুলের ছেলে বাদশা মিয়া (২১) এবং পুরাতন পাড়ার মৃত আব্দুল মালেক সরদারের ছেলে রাসেল সরদার (২২)।
পুলেরহাট মন্ডলগাতি গ্রামের খোদা বক্স গাজীর স্ত্রী রিনা বেগম (৪০) কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার স্বামী বাক প্রতিবন্ধী। তার একটি ব্যাটারি চালিত ভ্যান আছে। প্রতিদিনের মতো গত রোববার সকালে ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। বেলা ১১টার দিকে পালাবাড়ি ভাষ্কর্যের মোড়ে গেলে তিনজন ব্যক্তি (এদের মধ্যে দুইজন মোটরসাইকেলে ছিলো) মালামাল নেয়া জন্য ভ্যান ঠিক করে। মসজিদের সামনের মার্কেটের মধ্যে নিয়ে গিয়ে মালামাল নিতে হবে বলে জানালে একজন তাকে চায়ের দোকানের নিয়ে যায়। ১০ মিনিট পর এসে দেখে ভ্যানটি নেই। মোটরসাইকেল থাকা দুটি লোকও নেই। তিনি ওই দোকানের ফিরে দেখেন সেই লোকটিও নেই। পরে তিনি অনেক খোঁজা খুজি করে ভ্যান না পেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করেন। বাড়ির লোকজন বিষয়টি ডিবি পুলিশকে জানায়। ডিবি পুলিশ রোববার সন্ধা ৭টার দিকে অভয়নগরের ভাঙ্গাগেট নামক স্থান থেকে মিরাজকে আটক করে। পরে তার কাছ ধেকে ভ্যানটিও উদ্ধার করে। মিরাজের কাছ থেকে বাকি দুইজনের খোঁজ পায় পুলিশ। কিন্তু তাদের আটক করতে পারেনি।