যশোর অফিস : ভারতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় পন্ডিত রামগিরি ও বিজেপির বিধায়ক নিতীশ রানের বিরুদ্ধে শাস্তির দাবিতে বাঘারপাড়ায় হেফাজতে ইসলামের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। এদিনের প্রতিবাদ সমাবেশে বাঘারপাড়া উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজত ইসলামী বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সহসভাপতি মুফতি মাও: মহিবুল্যাহ হাবিবি, বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাও: রফিকুল ইসলাম, মুফতী মাসুদুর রহমান, হাফেজ ইদ্রিস জামিল, মুফতী রশীদ আহমাদ রায়পুরী সাহেব, রুহানি কবি মাও: বিল্লাল হোসেন,মাও: ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন আহবায়ক বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাঘারপাড়া উপজেলা মাও: কামরুজ্জামান । সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে উক্ত ব্যক্তিদের ফাঁসি দাবি করেন। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করা হলে তা সহ্য করা হবে না।
বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবি করেন । তারা অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনার কাছে দিয়েছি। আপনি অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে এর প্রতিবাদ জানান। আপনি যদি প্রতিবাদ না জানান তাহলে আমরা এ দেশের জনগণকে সাথে করে ঢাকায় গিয়ে ভারতীয় দূতাবাসের সামনে মানব বন্ধন, সমাবেশ ও মার্চ করব।
বক্তারা আরো বলেন আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের ভিতরে তৃতীয় শক্তি যেন কোন ফায়দা হাসিল করতে না পারে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ দুর্গাপূজা রয়েছে পূজা উপলক্ষে তারা যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা অবিলম্বে ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবি করেন ।এরপর দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে উক্ত সভা সফল করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলিম জনতা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত