যশোর অফিস : যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা নামক স্থানে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে লোকাল বাস এবং ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ৭ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার সুলতানপুর সাইফুল ইসলামের ছেলে ইজিবাইকের চালক ইমরান হোসেন (২৭), তার চাচি আনোয়ারা বেগম (৭০), বাঘারপাড়া থানার যাদবপুর গ্রামের একই পরিবারের সদস্য খাদিজা (৭), রাহেলা (৩২), সোনিয়া (২১), হাসান (১) ও অজ্ঞাত ১ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী রয়েল কোচ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লেবুতলা বাজারে রাস্তার ওপর একটি ইজিবাইককে চাপা দিয়ে উল্টে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ ৮ যাত্রী বাসের নিচে চাপা পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন মারা যায়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। রাস্তার উভয় পাশের্^ সৃষ্টি হয় গাড়ির লম্বা লাইন। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ট্রাফিক পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় রাত ৯টার দিকে এই রুটে যান চলাচল স্বাভাবিক হয় বলে যশোর ট্রাফিক বিভাগের ইন্সেপেক্টর শুভেন্দু কুমার মুন্সি সাংবাদিকদের জানান। এদিকে বারোবাজার হাইওয়ে থানার উপ পরিদর্শক এস আই মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত