
যশোর অফিস : সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।
যশোরের বিশিষ্ট বীজ ডিলার শাহীন আলম ও আব্দুস সাত্তারের নেতৃত্ব জেলার অর্ধশতাধিক বিএডিসি বীজ ডিলার মানববন্ধনে অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্পষারণে সরকার নতুন করে সম্মিলিত নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালা অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হবে। এক্ষেত্রে সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধিত করলে সরকারের নতুন করে অবকাঠামগত বিনিয়োগ করার প্রয়োজন হবে না। তাছাড়া কৃষকরা এক স্থান থেকে বীজ ও সার সহ সকল কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন যাতে কৃষকের যাতায়াত খরচ ও সময় বাঁচবে। সরকার যে লক্ষ্য অর্জন করতে চায় তা কোনরকম জটিলতা ছাড়াই সম্ভব হবে। এজন্য দেশের সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিয়োগের দাবি জানান তারা।
পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জমা দেন তারা।

