
যশোর অফিস : বর্তমান সরকারের পদত্যাগ, এক তরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর তান্ডবের প্রতিবাদে বিএনপির ডাকে ষষ্ঠ দফার অবরোধের প্রথম দিন সর্বত্র শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে দলীয় নেতা-কর্মীরা সড়ক-মহাসড়কে নেমে আসেন। এ সময় তারা সরকার বিরোধী স্লোগান আর মুক্তির মিছিলের মাধ্যমে জেলার রাজপথকে প্রকম্পিত করেন। এদিকে বিএনপির ডাকে শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ও বুধবার দিনভোর জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে।
এদিকে গত মঙ্গলবার রাত ও বুধবার দিন ভোর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিন ভোর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩জন নেতা-কর্মীকে আটক করেছে।