যশোর প্রতিনিধি : যশোরে নাশকতা মামলায় শহরের ঘোপ জেল রোড এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানা মুন্নি'কে গ্রেফতার করেছে র্যাব-৬,এর সদস্যরা।গত শনিবার রাত দুইটার দিকে শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মুন্নি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর ৫নং ওয়ার্ড এলাকার বিএনপির সাবেক নেতা মৃত নাজমুল ইসলামের স্ত্রী।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঝিকরগাছা থানার একটি নাশকতা মামলার অন্যতম আসামী সাবিরা সুলতানা মুন্নি। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে রাত ২টারদিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত