যশোর অফিস : যশোরে বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে নয়, গণতন্ত্রকে কারাবন্দি করে রেখেছে। আমরা বেগম খালেদা জিয়াকে নয় গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করছি। সেই আন্দোলন করতে গিয়ে সম্প্রতি সময়ে আমাদের কয়েকজন সহযোদ্ধাকে নির্মম জীবন দিতে হয়েছে। অসংখ্য সহযোদ্ধা কারাবন্দী হয়েছেন। অনেকে পঙ্গত্ববরণ করেছেন। তারপরও আমরা আন্দোলন করছি, আন্দোলন চলবে। বিএনপি ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নগর ও সদর উপজেলা বিএনপি যৌথ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগরের নয়টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কাজী আজম, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আব্দার হোসেন, ফারুখ হোসেন, মাষ্টার মিজানুর রহমান, নুরুজ্জামান খান, জাকির হোসেন, মারুফুজ্জামান কাঞ্চন, আব্দুর রাজ্জাক, হাসিনা ইউসুফ, শেখ রবিউল ইসলাম রবি, তানভীর রায়হান তুহিন, শফিকুল ইসলাম, সাইফুল বাশার সুজন, সুমন আহমেদ, আলমগীর হোসেন লিটন প্রমুখ। পরিচালনা করেন নগর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।