যশোর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগন কে ধন্যবাদপত্র জানিয়ে লিফলেট বিতরণ কালে যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জেলা বিএনপির আহবায়ক প্রবীন রাজনীতিক অধ্যাপিকা নার্গিস বেগম শারিরিক ভাবে লাঞ্চিত হয়েছে। এছাড়া দলের বিভিন্ন স্তরের ১০জন নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি দাবি করেছে বিএনপি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ডামি নির্বাচন বর্জন করায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বেলা ১২ টায় শহরের দড়াটানা থেকে এইচ এম এম রোডে সর্বসাধারনের মাঝে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদপত্র বিতরণ করেন যশোর জেলা বিএনপি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীএই কর্মসূচীতে অংশ নেয়। কর্মসূচীর শেষের দিকে বড়বাজারে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে। এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বেশ নেতাকর্মী আহত হন। পরে পুলিশী বাঁধা ও হামলার কারনে মাঝপথে কর্মসূচী পন্ড হয়ে যায়। আহত নেতাকর্মীদের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা জানিয়েছেন। এদিকে এই রকম একটি শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দান ও পুলিশী লাঠিচার্জের ঘটনায় জেলা বিএনপির আহবায়কসহ নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত