যশোর প্রতিনিধি : যশোরে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। র্যাব-৬ এর একটি দল গত ৮ নভেম্বর যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়ার মো. মুনতাসির কবিরের ভাড়া বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ (যার পরিমাণ ২৯ লিটার)সহ কৌশিক কর্মকার (২৪) ও সজিব সোম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যশোর এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত