
যশোর অফিস : মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) বিশেষ সংকলন ‘বিদ্রোহী’এর প্রকাশনা উৎসব শুক্রবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস পাড়ার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রকাশনা উৎসবে বিদ্রোহীর মোড়ক উন্মোচন করেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। অতিথির বক্তব্য রাখেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সাংবাদিক ও গবেষক সাজেদ রহমান, প্রফেসর দীনেশ মন্ডল।
প্রধান আলোচক ছিলেন কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। আলোচকের বক্তব্য রাখেন কবি ও গবেষক ড. সবুজ শামীম আহসান, কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, কবি নাঈম নাজমুল। সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ সম্পাদক কবি কাজী নূর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী ২৭ তম সংখ্যায় ৮ দেশের ১১৪ কবি সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ হয়েছে। লেখক সংখ্যা বিনামূল্যে লেখককে পৌছে দেয়া অব্যাহত রেখে বিদ্রোহী আগামীতে ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত