
জন্মভূমি রিপোর্ট : যশোরে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ওই নারী জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগম।
উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে জেলার চৌগাছা উপজেলার সলুয়া আফরা চন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় প্রবাসী সৈয়দ আলীর বাড়ির বসত ঘরের মধ্যে থেকে বিশেষ কায়দায় লুকানো ৫টি বস্তা জব্দ করা হয়। এসময় ওই ৫ বস্তা হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২০ বোতল ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় সৈয়দ আলীর স্ত্রী শাহানারা বেগমকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, এসময় মাদক কারবারি টিটো মিয়া ওরফে ঘেনা টিটো পালিয়ে যায়। ঘেনা টিটো একই গ্রামের মকবুল হোসেন ওরুফে মঙ্গল কসাইয়ের ছেলে।
এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিকে আদালাতে সোপার্দ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত