
যশোর অফিস : যশোরে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষ হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিল কুইজ, বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও অলিম্পিক। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশ নেন। মঙ্গলবার যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল সৃষ্টির লক্ষ্য হতে হবে মানব কল্যাণ। তবেই বিশ্বের বুকে এদেশের সুনাম ছড়িয়ে পড়বে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলে, তোমাদের সৃষ্টি দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সহযোগিতা করবে। নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। তোমরাই এ জাতির ভবিষ্যত। মেধাকে মানব কল্যাণে কাজে লাগাতে হবে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা। এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৩৪ জন শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়।