
যশোর অফিস : কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২ টার দিকে তারা প্রথমে শহরের পালবাড়ী ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় ওই এলাকাসহ শহরে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনেন। আন্দোলনকারীরা জানান, আম সব ধরনের কোটা বাতিলের দাবির পক্ষে নয়। ১ম ও ২য় শ্রেণীতে নয়, ৩য় ও ৪র্থ শ্রেণিতেও কোটার যৌক্তিক সংস্কার চাই আমরা। কোটার বিষয়ে রাজপথ থেকেই ফায়সালা হবে।
আন্দোলনে নেতৃত্ব দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কোটা বিরোধী আন্দোলনের আহবায়ক হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আকিব ইবনে শাহেদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতা আহাদ সৈকত, সাব্বির আহমেদ, ফারুক হোসেন, শাকিল আহমেদ, নয়ন, ফারুক হোসেন, শফিকুল ইসলাম, রাশেদ খান প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত