
যশোর প্রতিনিধি : বিশ্ব এইডস দিবস-২০২৫ উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত র্যালিটি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
র্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ৩নং গেট দিয়ে বের হয়ে ২নং গেট হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এতে হাসপাতালের চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ব এইডস দিবসের গুরুত্ব তুলে ধরতে এবং এইডস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত