যশোর প্রতিনিধি : বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) তাকে নিজ বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাঘারপাড়ায় একটি ইউনিয়ন পদযাত্রা অনুষ্ঠিত হয়। ওই সময় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়।
চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই মামলায় গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনিও বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত