যশোর অফিস : জমি নিয়ে বিরোধের জের ধরে বোনকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ভাই-ভাবীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের ঘোপনওয়াপাড়া রোডের মৃত লিয়াতক হোসেন বদনের মেয়ে ফারিহা ইসলাম মৌ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলেন,ঘোপ নওয়াপাড়া রোডের মহিত উদ্দিন ও তার স্ত্রী হোসনে আরা বেগম এবং ছেলে আজমল উদ্দীন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি মহিত উদ্দীনে সাথে পৈত্রিক জমি নিয়ে তার বোন মৌয়ের সাথে বিরোধ চলছিল। গত ৩ ফ্রেব্রুয়ারি সকালে জমি নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামিরা মৌ এর উপর হামলা করে। এ সময় মৌকে তারা মারপিট হত্যা চেষ্টা করে। একইসাথে ঘরের আসবাপত্র ও মালামাল ভাংচুর করে ক্ষতি করে। মৌ এর চিৎকারের প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা চলে যায়। গুরুতর আহত মৌকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনরেল হাসপাতালে ভার্তি করেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্য হয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।