যশোর অফিস : যশোরে সন্ত্রাসী কর্মকান্ডকে চাউর করতে পাল্টাপাল্টি বোমা হামলার ঘটনায় থানায় পক্ষ মামলা করেছে। গত ১৭ মে শহরের শংকরপুর আশ্রম রোডে এই ঘটনার পরদিন ওই এলাকার জলিল মিস্ত্রির ছেলে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন সুহিন ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই মামলা করেছে। আসামিরা হলো, বেজপাড়া কবরস্থানপাড়ার ইমান আলীর ছেলে সবুজ, শংকরপুর হারান বস্তির শামছুর ছেলে মাহফুজ, আমজেদের ছেলে তাজু, আশ্রম রোডের জহর আলীর দুই ছেলে ইসাহাক ও সাজ্জাদ হোসেন সাজু এবং ষষ্ঠীতলার খালেকের ছেলে মনিরুল।
বাদী মামলায় বলেছেন, শংকরপুর আশ্রম রোডে পিতা-মাতা আয়রন স্টোর নামে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। বাদীর ভাই আরেক সন্ত্রাসী কামাল হোসেন তুহিন ওই ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করে। গত ১৭ মে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শহরের গাড়িখানা রোডের বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে দলীয় প্রোগ্রামে অংশ নেয়ার জন্য রওনা করে। কিন্তু আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌছানোর পর মিজান নামে একজনে আসামি মাহফুজের সাথে থাকা সিডুকে ডাক দেয়। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে ওইদিন সন্ধ্যার দিকে শহরের চৌরাস্তা সোনালী ব্যাংকের পিছনে সাহেদ উর রহমান রনির মধ্যস্থ্যতায় বিষয়টি মিমাংসা হয়ে যায়। কিন্তু ওইদিন রাত সাড়ে ৮টার দিকে সকল আসামি একত্রে এসে বাদীর ভাই কামাল তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে আসে। এসময় কিছু বুঝে ওঠার আগেই আসামি সবুজ ও মনিরুলের হাতে থাকা বোমা কামাল হোসেন তুহিনকে লক্ষ্য করে নিক্ষেপ করে। এসময় তুহিন দৌড়ে জীবর রক্ষায় পাশে সাগরের দোকানের সামনে গেলে সেখানে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। এছাড়া তুহিনের ছেলে রোহান এবং পথচারি ট্রাক ড্রাইভার কামাল হোসেনকেও বোমা নিক্ষেপ করে এবং কুপিয়ে আহত করে। এরপরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গত ১৮ মে এই ঘটনায় থানায় মামলা হলেও কোন আসামি আটক হয়নি।
কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেছেন, আশ্রম রোডে বোমা হামলা ও কুপিয়ে আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত