যশোর অফিস : যশোর শহরতলী খোলাডাঙ্গায় সার-গোডাউনের পাশে ৪ নভেম্বর রাতে ব্যবসায়ী আমিনুল ইসলাম সজল (৪৩) হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর রাতে মামলাটি করেন,নিহত সজলের বড় ভাই খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে আজাহারুল ইসলাম। মামলায় আসামী করেন,সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজের ছেলে কামরুজ্জামান ওরফে খোড়া কামরুল,একই এলাকার মাহবুব মুন্সির ছেলে টিটো, টোকনের ছেলে স্বরণ, আলম সিদ্দিকের ছেলে লাবিব, তফজেলের ছেলে মুন্না,শহরের ষ্টেডিয়াম গেটের বিপরীতের আব্দুল মাজেদের ছেলে মুরসালিনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় বাদি উল্লেখ করেন,তার ছোট ভাই আমিনুল ইসলাম সজল এর খোলাডাঙ্গা গ্রামের সার-গোডাউন গাজীর বাজারে হার্ডওয়্যার এন্ড সেনেটারীর দোকান আছে। বাদির বাড়ি ও আসামীদের একই গ্রামে। আসামীদের সাথে বাদির ভাইয়ের পূর্ব হতে বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ৪ নভেম্বর সন্ধ্যা অনুমান ৭টার পর খোলাডাঙ্গায় সার-গোডাউন গাজীর বাজারে বাদির ভাই তার দোকানে বেচাকেনা করে দোকান থেকে এশার নামাজের উদ্দেশ্যে বের হয়ে আইয়ূব গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পৌছালে বাদির বাইয়ের চলার গতিরোধ করে পূর্ব পরিকল্পতভাবে সজলকে খুন করেন আসামিরা ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত