যশোর অফিস : যশোরের ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার আসামি ফজলুর রহমানকে তিন বছর ও তার ভাইপো রুবেলকে এক বছর কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফজলুর রহমান কুন্দিপুর গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে ও সাজাপ্রাপ্ত রুবেল মৃত কাওছার আলীর ছেলে ।
মামলার অভিযোগে জানা গেছে,২০১৪ সালের ২০ এপ্রিল সন্ধ্যায় আসামি ফজলুর রহমানের সারের দোকানে হামলা করে আসামিরা। এসময় দোকানে আব্দুর রাজ্জাকের ছেলে মিলনকে পেয়ে তার মারপিট করে। এ সংবাদ জানতে পেরে আব্দুর রাজ্জাক ও তার স্বজনেরা দোকানে গেলে আসামিরা আব্দুর রাজ্জাককে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় পর আব্দুর রাজ্জাক সুস্থ্য হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ওই বছরের ১৮ মে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ২৮ অক্টোবর এজাহারনামীয় ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান শেখ।
আসামি ফজলুর রহমানের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিনবছর সশ্রম কারাদন্ড তিনহাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আসামি রুবেলকে এক বছর সশ্রম কারাদন্ড,এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত ফজলুর রহমান কারাগারে আটক আছেন।
উল্লেখ, এ ঘটনার জের ধরে আসামিরা আব্দুর রাজ্জাকের ভাইপো হুমায়ুন কবিরকে হত্যা করে। সাজাপ্রাপ্ত ফজলুর রহমান হুমায়ুন কবির হত্যা মামলা প্রধান আসামি।