
যশোর অফিস : যশোরে ভ্যান চুরি করে পালানোর সময় আজমল শেখ নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়া হয়েছে। আজমল নড়াইল সদর উপজেলার ঘোড়াখালী লম্বাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় মামলা হয়েছে।
যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের কামাল হোসেন মামলায় উল্লেখ করেছেন, গত ১১ আগস্ট বিকেলে সাড়ে ৩টার দিকে তার ৫০ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত একটি ভ্যান চালিয়ে বাড়ির সামনে রেখে বাড়ির ভেতরে যান। ১০ মিনিট বিশ্রাম নেয়ার পর বাইরে এসে দেখেন ভ্যানটি নেই। কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিক ভ্যানটির সন্ধান করতে থাকেন। লোক মারফত জানতে পারেন একজন অজ্ঞাত ব্যক্তি ভ্যানটি বসুন্দিয়ার দিকে দ্রুত গতিতে নিয়ে গেছে। তিনি স্থানীয় পুলিশ ক্যাম্পের জানিয়ে লোকজন নিয়ে বসুন্দিয়ার দিকে যান। শাঁখারীগাতীর রাস্তার হিরো হোন্ডা কোম্পানির অফিসের সামনে পৌছালে তিনি ভ্যানটি দেখে চিনতে পারে। পরে আজমলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশি সোপর্দ করা হয়।