যশোর অফিস : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর রুপদিয়া বাজারে মেহেদী হাসান (২৪) নামে কে মাংশ ব্যবসায়ীর কাছে চাঁদার দাবিতে মারপিট এবং টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ (২৪) সহ ১৩জনের নামে কোতয়ালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। লিখিত ওই অভিযোগটি দিয়েছেন, মেহেদী হাসানের মা খালেদা বেগম (৫৫)।
অভিযুক্তরা হলেন, ইউপি চেয়ারম্যান জিরাট গ্রামের মৃত কাউছার ড্রাইভারের ছেলে রাজু আহমেদ, একই গ্রামের নুর আলীর ছেলে ফিংগে শামীম (৩২), নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার রাকিব (২৭), পরিতোষ দাসের ছেলে উজ্জল দাস (৩৫), জিরাট গ্রামের হিরু বাদামওয়ালার ছেলে টুটুল (২০), গোপালপুর গ্রামের আজিজারের ছেলে পিন্টু (২৫), নরেন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার দফাদার আনুর ছেলে বট্টু (৩৮), শাখাঁরীগাতি গ্রামের শহিদুল (৩২), চাউলিয়া গ্রামের হাশেম মোয়াজ্জেমের ছেলে মোর্তজা (২৮), রাকিব (২৭), সোহরাব গাজীর ছেলে সাগর গাজী (২৬), ছিলুমবাড়িয়া গ্রামের লিমন (২৮), নরেন্দ্রপুরের লৎফর শেখের ছেলে শেখ রানা (২৮) এবং মুনসেফপুর গ্রামের আল-আমিন (২২)।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম বলেন, ‘ভুক্তভোগীর স্বজনরা অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত