
যশোর অফিস : যশোরে তিন ফসলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা পানিসারা ইউনিয়নের মহিনীকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগ ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের উদ্যোগে এবং আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর সহযোগিতায় এই মাঠ দিবস হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বিএআরআই এর কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নির্মল কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্তর্জাতিক গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট (সিমিট) এর বিজ্ঞানী ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. সৈয়দ নুরুল আলম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিস আহাম্মদ, কৃষক আব্দুল কাদের, ঝরনা খাতুনসহ অন্যান্যরা।
স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিজ্ঞানীবৃন্দ ও ঝিকরগাছা অঞ্চলের শতাধিক কৃষক এই মাঠ দিবসে অংশ গ্রহণ করে।
মাঠ দিবসে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার কৃষকদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের ফসলের সমস্যা দেখা দিলে সার কীটনাশকের ডিলারের কাছে না গিয়ে সরাসরি কৃষি অফিসারদের কাছে যাবেন।
ড. দেবাশীষ সরকার বলেন, প্রতিবছর সরকার ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এর পেছনের সরকারের ব্যাপক টাকা ব্যয় হয়। সেজন্য অনাবাদি জমিতে তেল জাতীয় ফসল যেমন তিল, সরিষা চাষের মাধ্যমে এই শংকট দূর করা যায়।
তিনি বলেন, প্রতিদিন একজন মানুষের তিন গ্রাম তেল খাওয়া দরকার। আমরা কত গ্রাম খাই তার কোন হিসাব নেই।