প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১২:৪০ এ.এম
যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

যশোর অফিস : যশোরের সদরের শেখহাটি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্র জানায়, রোববার (১৬ নভেম্বর) দুপুরে শেখহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এসময় গাঁজাসহ মোঃ শিপন মোল্যা (৩১) কে আটক করা হয়। তিনি শেখহাটি জামরুলতলা এলাকার মোঃ সরোয়ার মোল্যার ছেলে।
অভিযান শেষে উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিপন মোল্যাকে ৭ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া