যশোর অফিস : যশোরে আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের এসআই আবু হাসান জানিয়েছেন, গত শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরা হলো মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের মোস্তাফিজুর রহমান খোকার ছেলে রাকিব ফয়সাল (২৯), বাহাদুরপুর পশ্চিমপাড়ার আব্দুর রহমানের ছেলে আলী হোসেন (২৭) এবং শহরের বারান্দীপাড়া মাঠপাড়ার আব্দুল মজিদের ছেলে সুমন ইসলাম (২৬)।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নামজুল হাচান জানিয়েছেন, গত শুক্রবার রাত ৮টার দিকে যশোর-খুলনা সড়কের রূপদিয়া বাজার থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ জনি খান (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। জনি খুলনার খানজাহান আলী থানার গিলাতলা খাঁপাড়ার জাহাঙ্গীর খাঁ’র ছেলে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত