যশোর অফিস : যশোরে পুলিশ আলাদা অভিযানে মাদক দ্রব্যসহ তিনজনকে আটক করেছে। ডিবি পুলিশের এএসআই নির্মল কুমার ঘোষ জানিয়েছেন, গত শনিবার রাত পৌনে ১১টার দিকে শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এরা হলো শংকরপুরের জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া এসকেন্দার খাঁর ছেলে মনিরুল ইসলাম (১৯) এবং আব্দুল আজিজের ছেলে সাকিব হাসান (১৯)।
কোতয়ালি থানার এসআই আক্তারুল ইসলাম জানিয়েছেন, গত শনিবার রাত নয়টার দিকে এমএম কলেজের দক্ষিণ গেট এলাকা থেকে দেড়শ’ গ্রাম গাঁজাসহ মুন্না গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রেলগেট পশ্চিমপাড়ার জুলির বাড়ির ভাড়াটিয়া।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত