যশোর অফিস : যশোরে ডিবির অভিযানে ৪০ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা করেছে। গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর পশ্চিমপাড়ার মৃত আজিজ বিশ্বাসের ছেলে রেজাউল ওরফে খোকন বিশ্বাস, মান্দারবাড়িয়ার রাজো মন্ডলের ছেলে তরিকুল মন্ডল ও চৌগাছা উপজেলার ফুলসরা ইউনিয়ননের সলুয়া গ্রামের মফিজুরের ছেলে আলমগীর।
ডিবি জানায়, গত মঙ্গলবার বিকেলে ডিবির একটি বিশেষ টিম চৌগাছা উপজেলার সলুয়া মধ্যপাড়ায় অভিযান চালায়। সেসময় ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল ও তিনকেজী গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযানের নেতৃত্বকারী ডিবির এসআই নুর ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করেছে। উদ্ধারকৃত আলামতের দাম দুইলাখ ৪০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত